+8801612651032 info@eshoi.org

চেয়ারম্যানের কথা

এসো সচেতন হই সোসাইটি সামাজিক সচেতনতামূলক একটি আন্দোলন। এর সংক্ষিপ্ত নাম এসই। লেখক ও সমাজকর্মী মোঃ মাজহারুল ইসলাম ‘নয় মূখতা চাই সচেতনতা’ এই শ্লোগানকে সামনে নিয়ে ২০১৫ সালে ‘এসো সচেতন হই সোসাইটি’ প্রতিষ্ঠা করেন। তিনি মনে করেন, ডিজিটাল এই যুগে আমরা একদিকে যেমন ব্যস্ত হয়ে পড়েছি অন্যদিকে আমরা অনেকে অনেক কিছু গভীরভাবে বিশেষ করে দৈনন্দিন বিষয় সম্বন্ধে জানার বা বুঝার চেষ্টা থেকে নিজেকে বিরত রাখছি।

এই পৃথিবী ক্ষণিকের। এতো সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এটার থেকে সবচেয়ে বড় সত্য আর নেই। পরকালীন মুক্তি। আমি মনে করি, ডায়াবেটিকে আক্রান্ত মানুষগুলো মানসিকভাবে সামাজিত প্রতিবন্ধীর মত জীবন ধারণ করে। তার একমাত্র কারণ, আমাদের সমাজের মানুষের মধ্যে এখনো ডায়াবেটিক নিয়ে স্বচ্ছ ধারণা নেই। যারজন্য অনেকেই অনেক ধরণের নেতিবাচক কথা বলে। আর প্রথমদিকে চিকিৎসা না করানোর জন্য ডায়াবেটিকে আক্রান্ত ব্যক্তি শারীরিকভাবে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে।

বৈচিত্র্যময় জনগোষ্ঠি হিজড়াদেরকে নিয়ে সমাজে রয়েছে বিভিন্ন কুসংস্কার। আর এই কুসংস্কারের কারণে ওরা সমাজে হয়ে থাকে অনেকভাবে লাঞ্ছিত। এই সমস্যা দূরীকরণে আমাদের সবার এগিয়ে আসতে হবে।

উক্ত কাজগুলোর মাধ্যমে একদিকে মহান আল্লাহতায়লার অশেষ মেহেরবানীতে পরকালীন মুক্তির পথ খোঁজে পাওয়া যাবে অন্যদিকে সমাজের সাধারণ মানুষগুলো উপকৃত হবে।

চেয়ারম্যানের অন্যান্য কার্যবলী

প্রকাশনাসমূহঃ

১. The Situation of street walking Prostitutes (A study conducted in Sylhet City of Bangladesh), LAMBERT Academic Publishing, Germany, printed in the U.S.A (reha gmbh, DudweilerstraBe72, 66111 saarbrucken, www.rehagmbh.de)
২. বৃত্তে শূন্য ডিগ্রি, উপন্যাস, অনুস্বার প্রকাশনী, প্রকাশসাল, একুশে বইমেলা, ২০১৬
৩. গহীনে নিনাদ, উপন্যাস, প্রচলন প্রকাশনী, প্রকাশসাল, একুশে বইমেলা, ২০১৭
৪. নিরাশায় নতুন পৃথিবী, উপন্যাস, প্রচলন প্রকাশনী, একুশে বইমেলা, ২০১৮
৫. ডায়াবেটিসঃ কুসংস্কার নয় সচেতনতা, প্রবন্ধ, এসো সচেতন হই সোসাইটি থেকে প্রকাশিত, প্রক, একুশে বইমেলা, ২০২০

ইলেকট্রনিক মিডিয়াঃ

তিনি বর্তমানে ‘AMAR BHABNA’ নামে ইউটিউব চ্যানেলের সিইও, উপস্থাপক, প্ল্যানার। তিনি টিভি নাটক এবং প্রোগ্রাম এর স্ক্রিপ্ট লিখেন। ‘এসএ’ টিভিতে তাঁর চিত্রনাট্যে প্রচারিত হয়েছে ‘তার বাহুতে মাথা রেখে’ প্যাকেজ নাটক। ইউটিউবে রয়েছে তাঁর রচিত বেশ কয়েকটি নাটক। অভিনয় করেছেন বিশিষ্ট অভিনেতারা।

আমার সাথে যোগাযোগ করতেঃ

Facebook : https://www.facebook.com/mazharulislam32  
AMAR BHABNA (YouTube Channel) : http://bit.ly/2PqCifv 
AMAR BHABNA (Facebook Page ID) : https://www.facebook.com/AMARBHABNA32/
Email : mazharulsust86@gmail.com  
Mobile : +88 01712651032, +8801972651032