‘এসই’ এর লক্ষ্যসমূহ
এসো সচেতন হই সোসাইটি সামাজিক সচেতনতামূলক একটি আন্দোলন। এর সংক্ষিপ্ত নাম এসই। লেখক ও সমাজকর্মী মোঃ মাজহারুল ইসলাম ‘নয় মূখতা চাই সচেতনতা’ এই শ্লোগানকে সামনে নিয়ে ২০১৫ সালে ‘এসো সচেতন হই সোসাইটি’ প্রতিষ্ঠা করেন। তিনি মনে করেন, ডিজিটাল এই যুগে আমরা একদিকে যেমন ব্যস্ত হয়ে পড়েছি অন্যদিকে আমরা অনেকে অনেক কিছু গভীরভাবে বিশেষ করে দৈনন্দিন বিষয় সম্বন্ধে জানার বা বুঝার চেষ্টা থেকে নিজেকে বিরত রাখছি।
লক্ষ্যসমূহ
‘এসো সচেতন হই সোসাইটি’ এর লক্ষ্যসমূহ নিম্নে উল্লেখ করা হলোঃ
১. ডায়াবেটিকে আক্রান্ত হয়ে শারীরিক, আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আগেই অর্থাৎ ডায়াবেটিকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা দেখা দিলে প্রাথমিকভাবে চিকিৎসা গ্রহণের জন্য সাধারণ মানুষকে সচেতন করা এবং ডায়াবেটিক সম্বন্ধে সাধারণ মানুষের কুসংস্কার দূরীকরণকল্পে জনসচেতনতা সৃষ্টি করা। গরিব অসহায় ডায়াবেটিকে আক্রান্ত ব্যক্তিকে স্বাবলম্বী করা যাতে ডায়াবেটিক সমস্যাজনিত চিকিৎসার ব্যয়ভার অন্যের উপর নয় নিজেই বহন করতে পারেন।
২. বৈচিত্র্যময় জনগোষ্ঠি হিজড়া সম্বন্ধে সববয়সের সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি করা। বৈচিত্র্যময় জনগোষ্ঠি হিজড়াদের নৈতিক শিক্ষা সম্বন্ধে ধারণ প্রদানের মাধ্যমে তাদের মধ্যে এই বোধ জাগ্রত করা তারাও অন্যদশজনের মত এই সমাজে সম্মান পাওয়ার যোগ্য। অবহেলা বা উপহাসের পাত্র নয়। আর তা কেউ এমনিতে দিবে না নিজের কর্মের মাধ্যমে অর্জন করতে হবে। বিভিন্ন পরামর্শের মধ্যে স্বাবলম্বী করে সমাজের বোঝা নয় মানবসম্পদে রুপান্তর করা।